পণ্ডিত মশাই বেত মারতো নিত্য নজির;
বেশ সয়েছি। বেদনায়-লাল দিঘীর ধারে!
বুড়ো হয়ে বুঝি নানান দূরত্ব সব হাজির,
কচিকাচার ভীড়ে : সঠিক বেত বহুদূরে!
মাপমতো কলজে খুঁজি চোখের তারায়,
শুধু একগুচ্ছ বিশ্বাস - রেখে অজানায়....