কখনও কখনও মানুষ- মানুষ হয়,
চশমা লাগে  যেতে তাদের পিছে;
ঝটপট করে  কিছু কথা  মন কয়,
বেশীরভাগ জাহাজে যেমন নীচে।


নীচ প্রবৃত্তি আড়ালেতে ডুবে যায়,
বিশৃঙ্খলাও  ভর্তি  থাকে   দাগে;
নিশুতি রাত তবু অব্যাহত যাত্রায়-
হায় ইতিহাস! কঙ্কাল পুরোভাগে।