কালো মেঘে ভারি বেগে দিন কাটে শ্রাবণের,
রাতে  সুরে  চালা  ঘরে  ধায় বাণী বাদলের।
মনে আঁকা  পটগুলি,
নিয়ে আসে রঙতুলি,
বলে,'ওগো! যেয়ো নাগো,এ সময় প্লাবনের।