বোশেখ শেষে দহন ত্রাসে রোদ ভরা দুপুর,
বাগান 'পরে শুকিয়ে ঝরে পাতা  টুপ টুপুর,
শালিক ওড়ে আপন ঘোরে,
খুকুর  ঘরে   পুতুল   জ্বরে,
কোথায় ছন্দ এখন দ্বন্ধ, নেই তালে নুপুর!