বিশাল এক ঝুরি, অনেক তায় আম ছিলো,
রফা করে এগারোয় সমান ভাগই পেলো।
চার, পাঁচ বা ছয়ের মাঝে, যদি ভাগ হয়,
তিনটি আম সবসময়ে বেশি হয়ে যায়।
জবাব যা চাইছি তা মোটের উপর হলো -
এগারজনে কম সে কম কটি আম পেলো?


* উত্তর :-
উত্তর হলো 33 টি।


4,5,6 এর ল.সা.গু 60। যাকে 11 দিয়ে
ভাগ করলে 5 অবশেষ থাকে।
এই 5 আমাকে মিলে যায় এমন ব্যবস্থা
করতে হবে।
অর্থাৎ, 5 × ? + 3 = 11 এর গুনিতক হয়
দেখতে হবে।
এখন,  5× 6 + 3 = 33 , 11 র গুনিতক।
অাম সংখ্যা হবে 60×6 + 3 = 363।
আর পাবে 363/11= 33 টি।