( রাত ১২-১৬ তে কবিতাটি পোস্ট করেছিলাম।
ভুলবশতঃ ২৪তম মতামত লেখার সময়ে পুরো
লেখাটি মুছে যায়। অনেকের মতামতই রাখতে
না পারায় পুরো মতামত বন্ধ করে পুনরায় এই
কবিতা পোষ্ট করলাম। যাঁরা মতামত দিয়েছেন
তাঁদের সন্মানে এই সিদ্ধান্ত। )


জীবনের ব্যথা,
সময়তো গাঁথা,
ঠিকমতো হয়েই ওঠে না;
একটু আভাস,
সল্প প্রকাশ,
শুনবার লোকই জোটে না।


সময় যে কম,
তাই হরদম,
মাঝপথে ব্যথা শূন্যতায়;
ডিলিট মেশিনে,
মোছা সবে জানে,
কেইবা আর কষ্ট বাড়ায়!