সমসুত্রে বাঁধা


                     (01)


                  যেতে হলে


     যাত্রাশুরু করার আগে ওজন মাপা
শেখো,নইলে যাওয়া বিপদ বাওয়া, কথাটা
        ভাবার,ভাবনায় তাই রেখো।


                     (02)


                  চলতি পথে


        মনপাখির যাত্রাপথ ফুলপরী
সাথে একা, সব সময়ে ত্রস্ত হয়ে, শেখায়
           পথকে স্বপ্নসুখে দেখা।


                   (03)


               ফিরতি পথে


        হাওয়ায় ভাসা হাওয়াই
বাজ, নিশ্চিন্তে সুখপ্রান্তে, পৌঁছে দিয়ে,
          সারবে আপন কাজ।