সমসুত্রে বাঁধা


                      (এক)


                      পঙ্কজ


        পাঁকের থেকে বেড়িয়ে অাসে
পঙ্কজ। রক্ত এক ধর্ম, কজন বোঝে মর্ম?
       হৃদকমল তাই প্রেমাসনে রোজ।


                     (দুই )


                   সহযাত্রী


         সমসাথী সেবিকা খোঁজে
প্রয়োজনে। দুদিন কাছে, কথাও আছে,
      দুজনা বেদনা বিধুর সম্ভাষণে।


                  (তিন)


                সমদরদী


      বিদায় লগন নয়নে আজিও
ভাসে। দুর্বল হাত, শুভ প্রভাত, চোখে
     ভরা জল, মন ছুটির তরাসে।