(একটি মালায় গাঁথা)


                 (01)


             পালা বদল


        সাঁঝবেলায় যাত্রা শুরু
হলো, সানাই সুরে ব্যায়লা ছড়ে, ঠিক
   মাতন লাগা মানুষ জুটে গেল।


                    (02)


            সুরায় অসুর ছড়ায়


             রাত দুপুরে চরম
ক্ষণে, কেষ্ট এলে কালা বলে, সাবধান!
  কংস ছড়িয়ে সারা দেশের কোণে।


                  (03)


             অপবিত্র ভোর


     তবুও, সবই ঠিকঠাক মতো
ছিলো, হঠাৎ শুনি মধ্যমণি, যুধিষ্ঠির
   রনে ভঙ্গ দিল, রাতও পোহালো।