ত্রিকোণ


        (সমসূত্রে গাঁথা)


            (01)


         বসন্ত দূত


   দূরালাপ সবুজ পাতার
কোণে, বসন্ত দূত আগমনে,
  ডাক দিয়ে যায় শিহরণে।


                 (02)


         আবার নতুন করে


       ভেসে ওঠা হারানোর
ব্যথা, বাগান জুড়ে হাজারো কথা,
       স্বর্গীয় সুখে নীরবতা।


           (03)


      পাতালে উথাল


      নৈসর্গিক প্রেমের
গাঁথা, দেহমুক্তির ব্যকুলতা,
  ঝলকিত প্রেম গভীরতা।