দিনান্তে বসে
খুঁজি পথের শেষে
অনেক কথা,
বলবো বলে এসে
শুধুই মেলে ব্যথা।

             *একটি তানকা নিবেদিত হলো।