জানি না এ ছিলো কেমন এক গভীর রাত!
জানি না কতজন আজও ঘুমিয়ে কাত ;
কেউ কি শুনতে পাও আহত ধরার ডাক?
গভীর বেদনে হৃদয়বন্ধ পুড়ে খাক।


সৃষ্টির আনন্দে জল হতে উদ্গত প্রাণ,
সবুজ মাটি মেখে ছড়িয়েছিলো জান।
ধূমকেতু মনে মানবতা হলো ধূম,
হাহাকারে বাঁকের মোচরে ক্লান্ত ঘুম।


বিকাশের ধ্বজা ধরে শেষ যদুবংশ,
রাক্ষস কূল তবে কি এদের কোন অংশ?