অপরূপা    উৎসার    উৎস    সন্ধানে
করেছিলে   একত্রিত    বন্ধু,  বহুজনে।
নিঃস্বার্থ সাহিত্যে  ব্রতী  হয়ে আজীবন-
কাটায়েছো  সাদামাটা, খুঁজি  গুণীজন।
বনমহোৎসব   মাঝে   জিমনেসিয়ামে
অপরূপা   উৎসার    বর্ষ   কারিক্রমে,
আনন্দে  দিনাবসান।  ভাবি নি তখনো
চির   বিচ্ছেদ  বান  আসবে   কখ‌নো।


হয়তো   এমনি  হয়,  উজ্জ্বল  দিবসে
তারা খসা অভিমান ভাসে মুক্তাকাশে।
যেখানেই থাকো বন্ধু শান্তিভরে থেকো
চিরপ্রভায় অম্লান   জ্যোতিচিহ্ন রেখো।
তুমি এ বসনান্তরে নেই  কোনো  দূরে,
চক্ষু  মুদে  বারংবার  দেখছি তোমারে।


************************


এই তো মাত্র কিছুদিন  আগেই উত্তরপাড়া
জিমনেসিয়ামে  আনন্দে তুফান উঠেছিল।
অপরূপা  উৎসার  বনোমহোৎসব। কী যে
হয়ে গেলো? সংস্থার প্রাণপুরুষকে হারিয়ে
বসলাম। তাই এই  স্মৃতিচারণে  আবারও
আমার অগ্রজ. প্রতাপাদিত্য দেবকে স্মরণ
করছি অপরূপা উৎসার সাহিত্য সভায়।