ফুটবলের টিমে গোলকিপার খুবই দরকার,
সেই ভুমিকায় নিজেকে রাখতে, ভালো লাগে।
একদম পোষ্টের তলায় দাঁড়িয়ে নজর রাখি,
বল দখলের লড়াইয়ে কেমন ব্যস্ত সবাই।


বিশ্বাস করো বা নাই করো দুদলের প্রতিই নজর,
বলতে পারো তা বিপক্ষের প্রতি একটু তীক্ষ্ণ,
আমি যে শেষ অতন্দ্র প্রহরী, পেছনই জাল!
যাতে জালে নিজে বন্দী না হই, তাই কড়া দৃষ্টি।


প্রতিকূলতায় এদিকে ওদিকে ভুল হয়ে যায়,
ফরোয়ার্ডের পা ছোঁয়া বল কারও মাথা হয়ে
আমাকে বোকা বানিয়ে চলে যায় সরাসরি জালে,
আমি শুনতে পাই বিপক্ষ গুনগ্রাহিদের উল্লাস।


গো..ও..ও ..ল।! খেলা জানি তো, কিন্তু কিছুতেই,
একাত্ম হওয়া মুহূর্তগুলো ভুলতে আর পারি না...