মন নিয়ে ছিনিমিনি চলে দিনরাত,
দেহ দেখি ভয়ে মরে হয় কুপোকাত।
মনকে সামাল দেবে! সম্ভবই নয়,
অগত্যা হার মেনে তা - ভবিতব্য কয়।
যে যার মতোই সুখে, দু'য়ে বাস করে,
আপনার গড়া ভিত মানে প্রথা ধরে।
দেহ ভাবে 'আমি রাজা' রাখি সব সুখে,
মন হাসে 'কী এমন সাধ্যি সুখী থাকে?'


যাই হোক দুজনাতে এখন তো খুশি,
মন বা দেহে বিবাদ নেই দিবানিশি।
অন্তিম কালের জন্যে সবে অপেক্ষায় ,
হঠাৎ প্রাণ গর্জায় যায় ভেসে যায়।
সেও বলে যাই যাই সময় তো নাই,
শুধু আত্মা বলে মিল রক্ষা করা চাই!