এক গননা কর্মী কিছু তথ্য নিচ্ছিল,
ঘুরে ঘুরে একটি বাড়ির দরজায় এলো।
কলিংবেল বাজে, এক মহিলা বেড় হলো,
কর্মী বলে, "কিছু তথ্য জানবার ছিলো।"


"তাড়াতাড়ি বলুন মশাই, কি জানতে চান?
এখন যাচ্ছি স্কুলে, মন যে আনচান। "
"একটু যদি বলেন নিজের হিসেব মত,
কতজন সন্তান, বয়স তাদের কত? "


"আমার বয়স কুড়ি হতে বেশি মোটে ষোলো ,
তিনের বয়স গুনফল তাতে বলা হলো,
পাশের বাড়ির নম্বরে যোগফল লেখা।"
কর্মী কিন্তু ফেরে, হাতে নম্বর টোকা।


দেখে, বেশ হাসিমুখেই উনি অপেক্ষায়,
"কিছু তো বলুন, নইলে বোঝা কি আর যায়?"
"পারবেন না", মুচকি হেসে মহিলাটি বলে,
"একটি ছেলেই এখনো পড়ে না ইস্কুলে।"


কর্মী হেসে বয়স লিখে দিব্যি হলো গত,
এবার প্রশ্ন একটাই, বয়স তাদের কত?  


############################
সমাধান :


মহিলার বয়স (20+16=36)। অর্থাৎ
তিন সন্তানের বয়সের গুনফল 36।
তিনজনের বয়স 36 এর উৎপাদক
হবে। নানান ভাবেই উৎপাদক হতে
পারে। এখন প্রশ্ন হলো কেনই বা ঐ
গননাকারী বলতে পারলো না এবং
কেনই বা মহিলা বললেন "পারবেন
না" বললো?


36এর তিন উৎপাদকের যোগফলে,
একমাত্র 13 দুই ভাবে হয়, 6,6,1 ও
9,2,2। তাতেই উনি আরোও কিছুর
প্রয়োজন অনুভব করেন। মহিলাটি
যখনই বললেন এক সন্তান এখনো
স্কুলে পড়ে না, তখনই গননাকারী
বুঝলেন 6,6,1 হবে।