আজ ভাতঘুম ক্লান্তি আমার দুচোখ জুড়ে,
হতভাগ্য মানুষ যেন স্থিরনেত্রে দুয়ারে।
মানুষের মৃত্যু হয় স্বীয় মনের ভিতরে,
এখন দুটি পা বন্দী অজস্র তরু শিকড়ে।


মাটির মানুষকে বুলবুলি গান শোনায়,
কচুপাতার মোম গা থেকে বৃষ্টি ঝরে যায়।
ভয়ে ও শীতলতায় মরণ লুকোতে চায়,
শব্দে নয়, শব্দ আজও নীরব প্রতীক্ষায়।


জরাজীর্ণ ছবি বেচেই - বাঁচা মহান হয়ে,
কষ্ট পাই। শুধু স্বপ্নে ট্রিগার আঙুল ছুঁয়ে!
আমার আঙুল সবচিহ্ন মুছে দেয় ধুয়ে,
আয়নায় দেখি শুয়ে আছে এক চেনা রাজা।