তোমার কাছে আমি এই মিনতি রাখলাম,
যত ঝড় ঝাপটাই আসুক ভুলে যেও না।
যখনি ভেবেছি 'কেউ নেই' - ভাবতে দাও নি,
অমৃত পাত্র সামনে রেখে - ভরেছ শূন্যতা।


কখনো এমন কোনও ক্ষমতা ছিলো না-
অলঙ্কারে সাজাবো তোমায় মনের মতোন ,
শুধু নিস্ফল মনে তোমায় স্বপ্নে ভরিয়েছি,
শব্দে সীমাবদ্ধ ছিলো দুটি প্রেমিক হৃদয়।


অভিমানে কখনো ভাবি - দূরেই আছ বুঝি,  
কখনো ফের নিজেই এসে ধরা দিয়ে যাও,
তরলমতির দৃষ্টি বোঝা হয়নি আমার,
তোমায় আমি বন্দী করেছি আঁচড়ে আঁচড়ে।


অনেক পাথর বা অনেক চলা নদীপথ,
আঁকা ছিলো থরে থরে ওই চোখের কাজলে,
তোমার দান আমি আপন হাতে সাজিয়েছি।
তাই নতুন করে চাওয়ার মত আর কিছু নেই।


আমি তো তোমায়  ভালবেসে সব হারিয়েছি ,
দুঃখ রয়ে গেলো, ঠিকঠাক  সাজানো হল না!
মিথ্যেই না হয় শুধু এ কপাল চুমে বলো,
"সামান্য এই লোকটা তোমায় ভালোবেসেছিল।"


বয়সের ভারে ন্যুব্জ দেহটা একবার শান্তি পাক!
আমি চেষ্টা করেছি তোমার তেষ্টা মেটাবার,
এটুকু পাথেয় করে চলে যাব, যদি পাই-
তোমার অনুমতি আজ এ বিদায় বেলায়।