মৃত্যুমিছিলে বারবার নিভে যায়
একটুকরো ভালোবাসা বুদ্বুদের মতো,
বহু নক্ষত্র যদিও জ্বলজ্বল করে
অনায়াসে তাও উল্কা হয়ে সাগরেই মেশে...


ভেবেছিলে হয়তোবা সামুদ্রিক ফেনা হয়ে
তীর খুঁজে পাবে আচমকা কোনদিন,
কিন্তু লহরীর সময় কোথায়?
তাইতো বালুকার হরগৌরীও জলে চলে যায়...


জানি একদিন সুরেলা শব্দ তিতিক্ষা আনবেই,
সেখানেই যে লুকিয়ে তার কর্মজীবন!
মরুদ্যান মরীচিকা সামাল দিয়েও
বিশমিল্লাহের সানাইয়ে পাবে জীবনের জয়গান...