গোলাপের লাল, 
আর সইলো না। 
বিক্ষোভ জাল! 
হলো তুলোধোনা।।


সাদামাটা ফুল,
লাল বলে কেনা! 
বলাটা কি ভুল,
ঠকতে যেও না?


মান্যতা করি,
হারাতে চাই না। 
চিন্তায় ভরি,
জীবন আয়না।।


সতর্ক চলা,
নিজ অনুভব।
যায় না তা বলা,
নয় উৎসব!!


বিশ্বাস গেলে,
থাকে না কিছুই।
তাই চারা পেলে,
সযতনে থুই!!