ভিজে  ভাবনায়  উৎফুল্ল  হৃদয়
সংযমের  বাঁধ ভাঙে  ক্রমাগত,
কুহুডাকে  কুহকের আনাগোনা;
কত আর  চলবে  এমনই খরা?


মাঝে মধ্যে  উল্টে পাল্টে দেখি
ছবি নয়, প্রতিচ্ছবির  হাততালি;
হেড়ে গলায় গাই ‘বসন্ত বিলাপ’
ফাগুন ইজ্জতে তা আঘাত করে।


উদ্ধত এ বাস্তব  কোনঠাসা  প্রায়
চঞ্চু কয়, এমনটা চলতে পারেনা;
হোক না  এসপার ওসপার একটু,
তবু শুয়ে শুয়েই দিনযাপন অম্লান।