চলে যায় আজ মধুমাস,
চৈতী হাওয়ায় ভেসে যায়,
নিয়ে যায় দখিনা বাতাস,
বসন্ত মুকুল ছায়ায়।


ছোটে দাবদাহে মেঘভার,
ঘনঘটাময় জটাজাল,
পার হয় কত কাঁটাতার,
নিষেধ না মানে ক্ষণকাল।


কবিতা লিপিও সেজেগুজে,
বাংলার সুরে আনে প্রাণ,
বৈশাখী শঙ্খ আওয়াজে,
ঝড় করে  বৃষ্টিতে স্নান।


সোঁদা বাসে মাটি আজ জাগে,
শরীরে কাঁপুনি অম্লান,
ধরিত্রী এ কোন সোহাগে!
একি তবে সবুজ আহ্বান??


#পশ্চিমবঙ্গে আজ নববর্ষ, তাই ...