শিরোনাম : আলো ফোটে নি


এক) জীবন মরণ


      সকালেই ঘাটে,
কেউ দেখি সাঁতার কাটে
    কেউ বিড়ি ফোঁকে!


দুই) অসামঞ্জস্য


   অলি মধু খায়,
দুধ পায় না বাছুরে,
   ফুল ব্যবসায়!


তিন) হুঁশ


      রাস্তাতে চলে,
যাবার সময় পলিপ্যাক
      গঙ্গারই জলে!


চার) কেউ তো করুক


কাকটাই নেড়ে
দুর্দিনে অপচয়ে
কল বন্ধ করে!


              ৫/৭/৫ মাত্রাতে লেখা