চৈত্র সেলে         দেদার মেলে
       মানুষ পোড়া রোদ,
দিল্লী ছিলাম       খবর পেলাম
       বনে যাই নির্বোধ।


শুনেছি আগে        গরম লাগে
        রাজধানীতে খুব,
কিন্তু এবার       মানুষ সেবার
       সুযোগে দিই ডুব।


প্লেনে তুলি         মেঘের ঝুলি
        নামলাম  দমদম,
খরচা হলো        তবুও পেলো
        মন খুশি হরদম।


দারুণ জোরে        বর্ষা তোড়ে
        ছড়িয়ে চারধার,
মজাই পেলাম    নিজেও হলাম
        ঠাণ্ডার ভাগিদার।