আমি আজও কবিতা লেখা শিখিনি,
কখনও দুএকটি কথা কারো ভালো লেগে যায়,
আর তখনই মনে হয় আরো কিছু লিখি,
অথচ মনমতো চিত্র পাই না।


কাদামাখাই তো জানি না,কি করে হবে চালচিত্র?


সেই তো একই ঘন্ট - থোর বড়ি খারা!
একুল ওকুল ভাসিয়ে প্রেমের কান্না ঝরা,
আকাশ, বাতাস, পাহাড়, সাগর বা চাঁদ।
একই গণ্ডিতে ঘুরপাক অবিরাম।


এ কি আর কখনোই কবিতা হতে পারে?


আরও কিছু রসদ পেতে হলে,
খুঁজি ধার করা দর্শনের কথা,
জুড়ে দিই ইতস্ততঃ।
এ আবার কেমন কবিতা?
তবুও যদি এগুলোকে কবিতা বলো,
তবে আমি বলবো,
কবিতার রূপ আমি আজও দেখিনি।


আমি জানিই না কিভাবে কবিতা হয়।


আজ আর মাথা আমার কাজ করে না,
আচ্ছা, এমন কি হতে পারেনা
একটা হতক্লান্ত ঘরের থেকে একবার -
উঠে আসুক একটি ছেলে .....


তাতেও কি বড়সড় প্লাটফর্ম দরকার?


সে কি একবার বলে উঠতে পারে না  -
তোমরা আমায় অবহেলায় দূরে রেখো না,
একটিবার বাঁচার সুযোগ দাও,
দাও আমাকে একটা কলম,
আমি বাঁচার জন্যে
কেবলমাত্র বাঁচার জন্যেই....


আমি কবিতাকে চাই নিজের আপন করে।