নিয়মিত যাত্রী আমরা লোকালেরই,
কিছু টাকা জমলেই ব্যস! তুফানে,
আরোও কিছু উন্নতির যদি সন্ধান মেলে,
গরীবরথ নতুবা রাজধানী।


উল্টোরথের যাত্রা শুরু হলেই কিন্তু,
এক্কেবারে সেই লোকালে ফেরত।


পরিচিতি মানুষেরা! যেখানে যেমন,
রাজধানীতে ঠাঁই, চুপচাপ মাথা গুঁজে ।
গরীবরথে অল্প অহঙ্কার, কাছে নয়।
তুফানে দিব্যি সবার মাঝে, খাবার ভাগ।


যাত্রাপথে কখ‌নো জীবন, জীবন ছাড়া,
কখ‌নো জীবনেতে, যে যেখানে দাঁড়িয়ে।


যখন রকেটের গতিতে জীবনের চলা,
রাজধানী ছেড়ে কেউ ফুরুত বিমানে।
কখনো আর্থিক উন্নতি হলে গরিবরথ,
কখনো বা তুফান হতেও অবনতি,
প্যাসেঞ্জার খোঁজে ফিরতি  পথে।


কিন্তু মূল গতি একই
রোজগারের জন্যে সেই  লোকালেই।


দুর্ঘটনায় ওলট পালট হলে ,
তখনই সবাই খুবই কাছাকাছি,
থাকে না অহং,
সকলে সবাকার আপনার।
ট্রেন অবিনশ্বর নয়,
বোঝার আগেই মৃত্যুগুহা।


চারপাশে অফুরন্ত লাশ,
বিশ্বাস শুধুমাত্র নিঃশ্বাসে।