এক) শৃঙ্খলে

বদল আছে নিয়ম নিগড়ে
কেমনে আর রইবে দূরে?
তবুও চললে রয়ে সয়ে,
জীবন নদী আপনি বহে।

দুই) সবুজ পার

আবারও শূন্য গেহে আসবে জোয়ার,
ভেসে যাবে খড়কুটো ছিলো যা আমার।
এই প্রতিবিম্বে কিম্বা ওই অবয়বে,
আমাদের ইতিকথায় কাব্য হয়ে যাবে।।

তিন) অমর একুশে

একুশ আমার আদায় করা
স্বাধীন ভাষার বুলি,
একুশ ভায়ের রক্তে গড়া
শহীদ কথার কলি।

চার) নেই তাই খাচ্ছো

যতক্ষণ বন্ধু হয়ে থাকবো
দুঃখ আমার সঙ্গ কিছুই ছাড়বে না,
মঙ্গলঘট খুঁজে যখন পাবো
জীবনের ভার সঙ্গে খুঁজেও পাবে না।