এক) সাপের লেজে পা


তাজভাবনা  রাজার কাছে
সুর মেলালে ঠিকই আছে,
বেসুরো গাইলে গণ্ডগোল
বদলে যায় রাজার বোল।


দুই) চরণ বন্দনা


অরূপ তোমার আলোর বানে
অন্ধ মনেও দীপ্তি আনে,
তাই হতাশার বিভ্রমে আজও
ব্যাকুলে ধাই ওই চরণে।


তিন) সবই সময়ে বাঁধা


জোছনা ভাসে নদীর কূলে
কক্ষনো  সে  ডোবে  না,
মায়ার  খেলা  সাঙ্গ  হলেই
আর তা কূলে ভাসে না।


চার) প্যাঁচানো চেঁচামেচি


আধুনিকতার জালে
অতীত যাচ্ছি  ভুলে,
ময়ুর  পেখম  ধারী
কাকও অথৈ জলে।