এক) জোয়ার


আমি, তুমি, তোমরা,
শুকিয়ে নিই  চামড়া,
ঝাঁপ  দিলে  সমাজে
জাগে  প্রাণ ভোমরা।


দুই) তোলপাড়


পথিক হাঁটে পথের ধূলো
সঙ্গী নিয়ে সাথে,
সেই  ধূলোতে পর্দাগুলো
মাত্রা ছাড়া পথে।


তিন) উদ্বায়ী


কিছু কিছু পদার্থ আছে
উদ্বায়ী হয়,
কিন্তু কোনো অপদার্থই
উদ্বায়ী নয়।


চার) ঘুম


মন, না মনে,
দিনরাত্তির  ঝগড়া  চলে;
তার স্মরণে-
কবিতারাও ঘুমিয়ে পড়ে।