শিউলী এলো যেমন আসে-
হঠাৎ কোন শারদপ্রাতে,
অনেকদিন একই সাথে,
যেদিন আজো তুলোয় ভাসে।


ভালোবাসার রকম দেখে-
ঘুম হয় না মালীর আজ,
শিউলী ভুলে সকল কাজ,
হারিয়েছিলো সবার চোখে।


শিউলী গেলো যেমন যায়-
কুয়াশাঘেরা অন্ধকারে,
কয়েকজনে বিচার করে,
শেষের খুঁটি আগাম পায়।


বাগান মালী একাই খালি,
কাঁদে গন্ধ প্রতীক্ষায়,
তবু গোলাপ জায়গা চায়,
ভরে না তার পূজার ডালি।


বলেছে কেউ কথাটা খাস-
শিউলী এলে শান্তি রয়,
এ প্রতীক জগতময়,
প্রেম করে গোলাপে বাস।


শান্তি আনে প্রেমে থই -
প্রেম ছাড়া শান্তি নাই ,
পরিপূরকে দুয়ের ঠাঁই,
বোঝার সাধ্যি মালীর কই?