দিনের সাথে কাজ যদিও ব্যাস্ত ভেদে থাকে-
বিবি গোলাম ভালবাসা চলে দূরত্ব রেখে,
থাক না রাজা সৈনিকরা যতই ঘেরাটোপে।
শ্রেষ্ঠ অবস্থানে সবাই চকমিলানো খোপে।


হাঁড়ির ভাতে একটি চাল শুধু টিপে দেখো,
গড্ডলিকা প্রবাহে যারা তাদের থেকে শেখো,
জানে ওরাই কোথায় ওদের কেমন  ক্ষতি!
পরিপাক হলো ওদের শেষের পরিণতি।


দিনের স্বচ্ছতা আবার মন গহীনে ঠাসা,
চকচকে দিন খুঁজে পায় না বিরূপ আশা।
মন যদি আকুলি বিকুলি খোঁজে ভালবাসা,
মুক্তি দোরে হানা দেয়, নির্মম সে ভাষা!


শূন্যতা মাপার যন্ত্র হাতের অনেক দূরে,
নিত্যি নুতন এমন খেলা চলে খেলাঘরে।