উপকূল জুড়ে চেপে
ঝাউবনের পথ,
ব্যস্ত যেন পত্রালাপে।


পারে জেগে থাকে
নির্বান্ধব সৈকত,
চাতক তৃষার ডাকে।


অঞ্জলিমাপা দূরে
তীব্র জলোচ্ছ্বাস,
নিষিদ্ধ কম্পন সুরে।


দেখলেই বুঝি টানে
নতজানু হয় বিশ্বাস,
আছড়ায় অভিমানে।