এক) দরদী হিয়া কই


মানবতা কেঁদে ফেরে খাতায় কলমে,
কেউ রাখে নি বিশ্বাস দরদী মলমে।


দুই) পুরস্কার না তিরস্কার


যেখানে পুরস্কার আসে অর্থের বিনিময়,
সেখানে তো গুনীজনের টেঁকাটাই দায়।


তিন) আর কতদূর


ভুলের স্বর্গ ফুলের স্বপ্নে বানচাল,
বেলাশেষে রাজবেশে পাই জঞ্জাল।


চার) ভাগ্যবানের বোঝা


হৃদয়ের বোঝা নিয়ে পথ চলা দায়,
তবু তো চলার পথ তৈরী হয়ে যায়।


পাঁচ) আস্থা


শূন্যে যাদের যাতায়াত,
বহোৎ খুব! আপনা হাত।


ছয়) কুয়াশা যখন


স্বপ্নে গড়া স্মৃতি দেয় না ধরা,
হৃদয়ে জ্বলা দীপ ছন্নছাড়া।