এক) গোলাপ আভা


হতাশার অন্ধকারে যখন রাহুকেতু,
গোলাপের বন্ধনে ভালোবাসার সেতু।


দুই) ক্ষণভঙ্গুর


বিশ্বাস স্বপ্নজালে কাগজের স্তুপ,
অচেনা ইন্দ্রজালে সুগন্ধি ধূপ!!


তিন) বৈসাদৃশ্য


পকেট কেটে চতুর নেতারা হচ্ছে মহারাজ,
মধ্যবিত্ত হতাশ চিত্ত পায়না কাজের কাজ।


চার) সময়ে কাজে লাগাও


জীবনে যখনই বদলের মতো সুযোগ পাবে,
হাতছাড়া নয়! কাজেই তাকে লাগাতে হবে।


পাঁচ)  সৃজনশীল


প্রকৃতির রঙে পরিচিত জন নয়তো একা,
প্রতিটা দিনেই চির নবীনের নতুন দেখা।


ছয়) তাল মেলা ভার


সংসারের সোহাগ,
কখনো বিরাগ কখ‌নো বেহাগ!!


************************************


*** আজকের এই লেখা ক'দিন আগে
যে  সব  উত্তর  বিভিন্ন  পাতায় দিয়েছি
তার সমন্বয়ে গঠিত। জানিনা সকলের
ভালো লাগবে কিনা!


*** পরবর্তী কবিতা পোস্ট করবো ০৯/০৫/২২ তে। বিশেষ কারণে এই সিদ্ধান্ত নিতেই হলো।