সময় বুঝেই আমরা চলি
ভয় না পেলে খোলা,
একই সাথে ডান বাঁ মেলি
দেখতে গেলে খেলা।


ডরাই যখন সমান তালে
দুটোই করি বন্ধ,
ভাবতে পারো হয়তো ভুলে
কেউ আমাকে অন্ধ।


তেমন দূরে থাকি না কেউ
পাশাপাশিই বাস,
কাঁদলে পরে দুয়েতে ঢেউ
ভেজে নাকের দুপাশ।


হাসতে গেলে সমান তালে
নানান রকম রঙ,
মনের গোপন ভাবনা মেলে
সুনয়নার ঢং।


তবুও কেউ দেখতে না পাই
কক্ষোনই কাউকে,
এসব কথা ভাবলে ভাই
দুচোখ ওঠে চলকে।