আজও আমি স্বপ্নে দেখি
রূপসা নদীর কূলে বসে বসে
জলধারায় লালকমল ওই ভেসে ভেসে যায়,
পার বরাবর হাঁটতে থাকি
উৎস দেখব বলে
সামনে পাহাড়,
সেখানকার এক‌টি ফাটল দিয়ে
ছড়িয়ে পড়ছে নদীর জল
মাঝেমাঝে দু এক‌টি রাঙা পদ্ম...


এরপর আরও অনেক অনেক...
স্বপ্ন ভেঙে যায়...


অথচ একবারও ইচ্ছে করে না,
আমাদের কচিকাঁচাগুলো
এমন স্বপ্নজালে থাক,
বরং মনে হয়,
ছেলেটা কম্পিউটার ক্লাসে বড্ড ফাঁকি দিচ্ছে ...