প্রতিদিন সকাল হলেই,
কাঠঠোকরা পাখি আসতো।
জানলার বাইরে বসতো,
ঘাড় দুলিয়ে কি ঠোকাঠুকি!


ঘরের বাইরে বনবাদাড়ে,
বড় বড় সব গাছ ছিল।
সবাই খুব নিশ্চিন্তে ছিল,
তারা পাত্তাই দিত না তাকে।


তারা জানতো ওর জানালা,
অথচ এই আমারও তো -
হৃদয় ছিলো, কল্পনা ছিলো।
ছিলো সেই কাঠঠোকরাও।


যে যার মত দূরে গেলাম,
কিন্তু আজও ঠোকাঠুকির-
আওয়াজ আসে ভেসে ভেসে!
যদিও ঘরে বাধা বিহীন।