একবার সবাই জিগির তুলেছিল,
অহেতুক অত্যাচার - সামান্য ঘটনা!
আকছার ঘটছে এদিকে ওদিকে,
তবু ওরা উন্মাদ হয়ে রাস্তায় নামে।


একদিকে কার্তুজ, বোমা আর বন্দুক,
অন্যদিকে হাতে হাত মানব বন্ধন।
রাইফেল নিমেষে ফানুস হয়ে গেল!
জীবশ্রেষ্ঠ! ভালো-মন্দ বুঝেই মানুষ।


শৃঙ্খলার বেড়া টপকে যাবার মত
সাহস আর পেল না - সেই ভীরুচিত্ত,
দ্বৈধীকৃত হয়ে সব পিছু হটে যায়।
অস্ত্র আজ নত হলো মানুষের কাছে।


একবার সবাই মিলে জিগির তোলে...
আজো চোখে ভাসে সেই নয়া ইতিহাস।