প্রথম দেখা হয়েছিল কোনও বাগানে,
নানান বর্ণে ,শব্দে, মুক্ত বাতায়নে,
নীরব কায়াশূন্য প্রেমের আহ্বানে,
খেলাঘরে গাছ, বড় হয় কলম বুননে।


এই তো সেদিনও মুক্ত মনে এসেছিলে,
কোলেতে আলতো করেই মাথাটা তুলে নিলে,
একমাথা চুলে,হাত দিয়ে বিলি কাটছিলে,
যদিও দুরত্বের কথা যাই নি কেউ ভুলে।


গোপনেতে, পারিজাত কাননে কায়ার থেকে-
বেষ্টনী মধ্যেই নিজেকে বন্দিনী রেখে,
নিশ্চিন্তে চুম্বনের ছবি গেলে এঁকে,
দু'নয়নে একতারা পরস্পরকে দেখে।


কখনো কি ভেবেছিলে আমার উচ্ছ্বাস,
সাগর সঙ্গমে গড়বে মায়া বিশ্বাস?
দেহে মনে রাজহংস ফেলে নিঃশ্বাস,
ভরে তুলবে বিকাশের মুক্ত প্রকাশ!


তবু তাই হলো, একত্রে দোঁহে ভাসলাম।
হাতে হাত, চোখে চোখ, মনে গাঁথলাম।
কাল্পনিক দৃশ্যে ; দুই মন ভরালাম,
দেহের নিত্য তফাত মেনেই এগোলাম।


তবে কি এও কোনো স্বর্গীয় ভালবাসা?
কেউ যদি খুঁজে পায় সেথা শান্তির ভাষা,  
বিচ্ছিন্ন হয়না তার পূর্ণতার আশা,
সমসুরের মাঝে রচে ধ্রুবকের দিশা!