কে যেন হঠাৎ ডাকে বারেবার,
ভরা জোছনায় মাতাল হতে।
এলাম টানে  কৃষ্ণচূড়ার ,
গভীর নিশীথে তোমায় ছুঁতে।


রক্তিম সে পেলব মহিমা,
দুলিয়ে দিলো বসন্ত বায়।
টুপ টুপা টুপ রাঙা লালিমা,
ঝরালো ফুল নীল নীলিমায়।


মিষ্টি হেসে, দুষ্টু ও চাঁদে,
গাছের ফাঁকে আলো বা ছায়ায়।
লুকোচুরির খেলার ফাঁদে,
জোছনা যাদু  ঢেলে চলে যায়।


পাগলমনে  এসে ঘুমঘোরে,
জড়িয়ে ধরলো আলিঙ্গনে।
পিয়াল শিমুল ফুল বাসরে,
একলা শয়ন অন্যমনে!


তুমি এলে ত্বরা সেই লগনে ,
পলাশ মালিকা গলায় পরে।
বললে, 'ওঠো, আজ ফাগুনে,
নাই বা রইলে  স্বপ্ন ঘোরে'!