এক পৃথিবী সুখ  মননে
খুঁজে পেতে-পরিভ্রমনে!
ধুসর মেঘও শ্বেতবসনে।


সব অবগুণ্ঠনই যে খোলা
পেরোয় সংকীর্ণ আবরণে!
জীবনটাও তো ঢিলেঢালা।


কে রাখবে বন্দীদশা ধরে?
চলো যাই ওই নীলগগনে,
ঘুড়ির সুতো থাক চরাচরে।