হোমানল হতে সংগ্রহ করা
একটুকরো জলন্ত কাঠ তোলা ছিলো,
দুপক্ষের সহনশীলতার মোড়কে ঢাকা
একটু সহাবস্থানের নাম সম্পর্ক!!
প্রতিদিন অলাত চুম্বন,
স্বপ্নের ধোঁয়াজালে অস্থির অবগাহন...


জন্মসূত্রে পাওয়া রিপুর কসরতে
নিজেকে পারঙ্গম করতে চলে জাগলারের খেলা,
এক এক‌টি বাল্ব এক একবার জ্বলা বা নেভা।
এই মঞ্চে যে যতো পারদর্শী হবে
তার জন্যে ভদ্রের তকমা,
নাঃ, আমার কৃত্রিম ভদ্রবেশ ভালো লাগে না...


চারপাশের এতো হাসিকান্নার মধ্যে থে‌কে
আমি কখন যেন সবরিপু গিলে ফেলেছি!
এখন আমি একেবারেই প্রস্তুত
হাতে রাখা এই দীপশলাকাটি নিয়ে,
শেষবারের মতো আবারও হোমাগ্নি জ্বালাতে
এখন বা পরে বা প্রয়োজনে আগেও...