নরম এই মোলায়েম ডানাগুলো ছেঁটে ফেলে
বলো তো কী এমন আনন্দ পাও?
শুধু মুখেই বলতে শুনি আমার প্রজাপতি...


তোমাদের ঘুম ভাঙাতে আসিনি এখানে
ডাক শুনে স্বপ্ন জেগেছিল মনের এক কোণে
যদিও জানি আমাদের স্বপ্ন দেখায় বহু নিষেধ...


তোমাদের সীমার আঁকাবাঁকা পথে প্রায়শই দেখি
অপরিচিত মানুষগুলো যাতায়াত করে?
কখনোই তাদের দেখতে আমার মন চায় না...


তবুও যখনই পিদিমের আলো জ্বলে মণ্ডপ জুড়ে
কোনো এক অলৌকিক টানেই ছুটে আসি
ডানা পুড়ে যায়,গন্ধ ছড়ায়,যেন রাজপুত নারী...


ঈশ্বর, আমাকে কেনো জোনাক করলে না?
নিজের আলোয় পথ চিনতে পারলে
হয়তো আর পরের আলোয় পুড়তে হতো না...