পদে পদে প্রতিজ্ঞা আর
পদে পদেই ভ্রম,
কেউ বলে সব মায়ার খেলা
'জীবন অনর্থম'।


বটের ফাঁকে উঁকি মেরেও
সূর্য ঢাকে রোদ,
ছায়ায় থাকার মূল্য কতো
বোঝায় জীবনবোধ।


ভুলের মাশুল গুনে গুনে
কড়ি গোনার দিন,
থাকবে না আর বাঁধা কিছুই
সবটা মূল্যহীন।


শূন্য পথের যাত্রীবাহী
রথে নিয়ে ঠাঁই,
হাসিমুখেই নিজের ঘরে
কাঁদবে জগতটাই।