ধাক্কা সামলাতে না পেরে ভাবলাম,
জংলা বিষফল খেয়ে মাতাল হব।
তারপর রওনা দেব এক অজানায়,
যাতে আর না গড়ায় জীবনের চাকা।


ন্যায্য দাম দিয়েই একটি ফল বাছলাম ,
বিক্রেতা ফল সংগ্রহের কথা শোনালো,
শুনতে শুনতে আর কিছু ভাবনার শুরু,
যন্ত্রনা গুলোয় যেন এক পেলব লেপন।


সবচেয়ে মজাদার ব্যাপারখানা হলো -
গল্প শুনিয়ে বিক্রেতা দাম ফেরত দিলো,
অর্থ তারও দরকার তবু , কেন কে জানে...
আর কষ্টের চিহ্নমাত্র খুঁজে পেলাম না।


তাকে কুর্নিশ জানিয়ে আবারও জীবনে...