এক) কেউ দেখে না

নদীতে সুখে
দুকূলে চলে লোকে,
লক্ষ্য করেনা
বর্জ্যে ভরা সে নদী
কাঁদে অনন্ত শোকে!

দুই) অমানবিক

ঈগলে দৃষ্টি
যুদ্ধ রত বিমানে,
বিপদের ভোঁ!
বিশ্ববাসী নিশ্চুপ,
এ কী কবরে ধূপ?