দৃষ্টি ফেরে বৃষ্টি ঝরে
মিষ্টি সোঁদা গন্ধে,
কালবোশেখি আদর সে কি!
সৃষ্টি জাগে ছন্দে।


বজ্র ভালে গর্জে চলে,
বদল নদীর রঙে-
পাঁশুটে জলে দৈত্য কূলে
মেঘেরা আপন ঢঙে।


হঠাৎ চাপ! শিল টুপটাপ,
হাওয়া শীতল বেশ!
টিনের ধাপ নেই চুপচাপ-
চলে ঢাকের রেশ।


চোখ জুড়োতে সবুজ ক্ষেতে
নবীন শীষের সাড়া,
বৃষ্টি ধারায় সৃষ্টি ভরায়
পূণ্যে অসীম ধরা।