একবুক ভালবাসা করেছি উজার,
কালজয়ী কবিতাকে দিতে উপহার।
মনমতো স্বপ্নে গড়া কবিতা কাহিনী,
কবিতা জীবনে হবে অমর লিখনী,
ভেবেছি অনেকবার। রক্তরাগ দিয়ে
প্রতি পলে, অনুভবে ভাষাকে সাজিয়ে,
কঠোর জীবন আজ স্বস্তি খুঁজে পেলো;
তবু কেন এ কলম দূরে রয়ে গেলো?


কবিতাকে বহুরূপে দেখেছি, লিখেছি,
কখনো বিষন্ন মনে হারিয়ে ফেলেছি।
উপহার অঙ্গীকার, বিদ্রুপে অতলে,
স্বপ্নভাঙ্গা মন নিয়ে সন্ধান বাউলে।
বহুমূল্যে কিনলাম কথাটি, যা সত্যি ;
ধরা না দিলে কবিতা, ধরে কার সাধ্যি?