নির্ঘুম রাতের শেষে স্বভাবতই সকাল,
করের কড়ানাড়াতে সে সকালও পার,
অঙ্কের সে কত্ত গল্প, হিজি বিজি বিজ,
পুরো বছরের কানাগলি খাতায় গিজগিজ!


আমি তো ব্যস্ত সানন্দে সানন্দা পাঠেতে,
অর্থবলে অন্য বাহুবল কাজে লেগে গেল,
স্যুটেবুটে টাইয়ের কি ঢং, কাজ কড়ানাড়া,
মাঝেমাঝে প্রশ্নের বান, "এটা কি ভাবে হলো?"


এমনি করেই বছরের একটি দিন নির্বাসনে,
তেঁতো মুখে বাড়ির পথে আবারো রওয়ানা,
খাজনা থেকে বাজনা বেশী, তাও বদহজমে,
ফেল কড়ি মাখ তেল, তুমি কি আমার পর?


আর আমি মুক্তডানায় উড়তে শিখে গেলাম,
আয়ু যদিও একটি বছর ....