কতটা পথ হাঁটলে বসার সুযোগ পাব?
মাতাল হয়ে ছুটলেই বাতাস দেশ পার,
কে আটকাবে তাকে সীমানার দোহাই দিয়ে?


কখন পাথর পুজো পাবে, কেউ তা জানে না।
কে গড়ে কেই বা ভাঙে? আমাদের চোখে ঘুম।
বই পড়ে বুঝি , লাল সূর্য আজও ওঠে ।  


একবার কুমিরের পেটে কুমারী পুতুল,
দেখে তো অবাক! সবই  হাতের কারসাজি!
গফুর মিঞা বলে, সব ঝুটা হ্যাঁয়! বুঝি না।